কম্পিউটার Keyboard এর সব শর্টকাট

# কম্পিউটার_Keyboard এর প্রয়োোনীয় সব শর্টকাট ( ২০০টির ও বেশী ):- 



শুরুর আগে কিছু কথা:-

আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।

কম্পিউটারে যদি আপনি কি বোর্ড শর্টকাট গুলো জেনে রাখতে পারেন কম্পিউটার চালনায় আপনি দক্ষ হয়ে উঠবেন খুব সহজেই। তাছাড়া মাউচ পয়েন্টার করা ক্লিক করার ঝামেলা থেকে শর্টকাট আপনাকে অনেক সময় বাচিয়ে দিবে এবং কাজের স্পিড বাড়িয়ে দিবেন।

আপনাদের জন্য কম্পিউটার শর্টকাট গুলো সাজিয়ে রেখেছি, বুঝতে এবং জানার সুবিধার্থে, ইনশাল্লাহ সব শর্টকাট পাবেন।

তাহলে কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক...


F1 থেকে F12 পর্যন্ত:-


যে এক ডজন কি আছে সেগুলোকেফাংশন কি বলা হয়। এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।

>> F1: সাহায্য (Help). সহায়তাকারী কি হিসেবেব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের‘হেল্প’ চলে আসে।
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা। সাধারণত কোনো ফাইল বাফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ
দেখা যায়।
>> F3: ফাইল খোঁজা। এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপেওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
>> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা। ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধকরা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা। মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়
F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
>> F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা। ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানারঅভিধান চালু করা হয়।
>> F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণ উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
>> F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এরমেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
>> F10: মেনু বার চালু করা। ওয়েব ব্রাউজার বা কোনোখোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি,লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
>> F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়েদেখা যায়।
>> F12 : ওয়ার্ডের Save as উইন্ডোখোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপেমাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।



                                                 Ads: How to record all voip calls

আরো কিছু কিবোর্ড শর্টকাট জেনে নেওয়া যাক :-


>> CTRL+C: কপি।
>> CTRL+X: কাট।
>> CTRL+V: পেস্ট।
>> CTRL+Z: আনডু।
>> CTRL+B: অক্ষর বোল্ড করা।
>> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
>> CTRL+I: অক্ষর ইটালিক করা।
>> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
>> CTRL+ESC: Start menu চালু।
>> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
>> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
>> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
>> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
>> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
>> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
>> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
>> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
>> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
>> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
>> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
>> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
>> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
>> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
>> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
>> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
>> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা।
>> Windows Logo +L: কম্পিউটার লক করা।
>> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
>> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
>> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
>> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
>> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
>> BACKSPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ

-------

কি-বোর্ডের ১০ শর্টকাট:-
_____________________

*দ্রুত সফটওয়্যার পরিবর্তন

যদি আপনি একই সময়ে একাধিক সফটওয়্যারে কাজ করে থাকেন, তবে বারবার মাউসের মাধ্যমে নির্দেশনা দেওয়া বিরক্তির মনে হতে পারে। তাই ALT ও TAB বোতাম দুটি একসঙ্গে চেপে সহজেই এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারে যেতে পারবেন। ম্যাক ওএস-এ COMMAND ও TAB বোতাম চেপে এই সুবিধা পাওয়া যাবে।

*কম্পিউটার লক করতে

কম্পিউটারে ব্যক্তিগত বা গোপনীয় কোনো কাজের ফাঁকে হুট করে কোথাও যেতে হলে কম্পিউটারটি লক করে যাওয়া ভালো। না, সত্যিকার তালা লাগিয়ে যেতে বলছি না। কম্পিউটারে দ্রুত ভার্চ্যুয়াল লকটি সক্রিয় করতে চাইলে উইন্ডোজ লোগো ও L বোতামটি একসঙ্গে চাপলেই তা হয়ে যাবে। ম্যাক ওএসের সর্বশেষ সংস্করণে COMMAND, CTRL ও Q বোতাম একসঙ্গে চাপলেই কম্পিউটার লক হবে।

*সফটওয়্যার বন্ধ করতে চাইলে

তড়িঘড়ি করে কোনো খোলা সফটওয়্যার বন্ধ করতে চাইলে একসঙ্গে চাপতে পারেন ALT ও F4 বোতাম। ম্যাক ওএসে এই সুবিধা পাওয়া যাবে COMMAND ও Q বোতাম একসঙ্গে চেপে।

*আন্ডুর বিপরীত রেডু করতে চাইলে

বেশির ভাগ ক্ষেত্রে কম্পিউটারে লেখার সময় কোনো কিছু পরিবর্তন করে ফেললে তা আবার ফিরিয়ে আনা যায় আন্ডুর মাধ্যমে। তবে আন্ডু করা অংশ আবার পুনরায় ফিরিয়ে আনতে ব্যবহৃত হয় রেডু। কম্পিউটারে CTRL ও Y একসঙ্গে চাপলেই যেকোনো পরিবর্তন রেডু হয়ে যাবে। ম্যাক ওএসে এই সুবিধা পেতে একসঙ্গে চাপতে হবে COMMAND, SHIFT ও Z বোতাম।

*যেকোনো কিছু সিলেক্ট করতে

মাউসের বাম বোতাম চেপে যেকোনো কিছুই সিলেক্ট বা নির্দিষ্ট করা যায়। তবে কম্পিউটারে কোনো লেখা বা ক্ষুদ্র কিছু সিলেক্ট করতে মাউসের ব্যবহারে রয়েছে বেশ ঝামেলা। সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কি-বোর্ড শর্টকাট। CTRL ও SHIFT বোতামের সঙ্গে দিকনির্দেশক কি (Arrow Keys) চেপে যেকোনো দিকে যেকোনো কিছু সিলেক্ট করা যাবে। ম্যাক ওএসে সুবিধাটি ব্যবহার করতে CTRL এর বদলে চাপতে হবে COMMAND বোতাম।

*ডেস্কটপে যেতে

কোনো সফটওয়্যার ব্যবহার করার সময় ডেস্কটপে যেতে চাইলে সফটওয়্যারটি বন্ধ করার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে উইন্ডোজ লোগো ও D একসঙ্গে চাপলেই ডেস্কটপ দেখা যাবে।

*সেটিংস খুলতে

কন্ট্রোল প্যানেলের ভেতরেই থাকে কম্পিউটারের সাধারণ সেটিংস। সেটি চটজলদি খুলতে চাইলে উইন্ডোজ লোগো বোতাম ও I (আই) একসঙ্গে চাপলেই বেরিয়ে আসবে সাধারণ সেটিংস।

*টাস্ক ম্যানেজার চালু করতে

কম্পিউটারে সাধারণত কোনো সফটওয়্যার আটকে গেলে টাস্ক ম্যানেজারের প্রয়োজন পড়ে। সহজেই তা চালু করতে CTRL, SHIFT ও ESC বোতাম একসঙ্গে চাপলেই চালু হয়ে যাবে টাস্ক ম্যানেজার। ম্যাক ওএসে COMMAND, OPTION ও ESC বোতাম একসঙ্গে চাপলেই এ সুবিধা পাওয়া যাবে।

*স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে

কম্পিউটারে কোনো ফাইল মুছে ফেলতে ডিলিট বোতামে চাপলেই সেটি মুছে যায়, তবে অস্থায়ীভাবে। ফাইলটি জমা হয় রিসাইকেল বিনে। স্থায়ীভাবে কিছু ফেলতে চাইলে একসঙ্গে SHIFT ও DEL বোতাম চাপলেই তা মুছে যাবে। ম্যাক ওএসে COMMAND, OPTION ও DELETE বোতাম চেপে স্থায়ীভাবে মুছে ফেলা যাবে যেকোনো ফাইল।

*স্ক্রিনশট নিতে

স্মার্টফোনের মতো কম্পিউটারেও প্রায়শ প্রয়োজন পড়ে স্ক্রিনশট নেওয়ার। উইন্ডোজ কম্পিউটারে সেই সুবিধা পেতে চাপতে হবে CTRL ও PRTSCN বোতাম। ম্যাক ওএসে চাপতে হবে COMMAND, SHIFT ও 3 বোতাম।

এমএমসি কনসোল উইন্ডো শর্টকাট কী:-
-------------------------------

Shift + F10 (নির্বাচিত আইটেমের জন্য অ্যাকশন শর্টকাট মেনু প্রদর্শন)
F1 কী (সাহায্য বিষয়ে খুলুন, যদি থাকে, নির্বাচিত আইটেমের জন্য)
F5 চাপুন কী (সব কনসোল উইন্ডো বিষয়বস্তু আপডেট করুন)
CTRL + F10 চাপুন (সক্রিয় কনসোল উইন্ডো ম্যাক্সিমাইজ)
CTRL + F5 চাপুন (সক্রিয় কনসোল উইন্ডো রিস্টোর)
ALT + ENTER (Properties ডায়ালগ, যদি থাকে, theselected আইটেমের জন্য প্রদর্শন)
F2 চেপে কী (নির্বাচিত আইটেমের রিনেম)
Ctrl + F4 (সক্রিয় কনসোল উইন্ডো বন্ধ করুন. কনসোল শুধুমাত্র এক কনসোল উইন্ডো আছে যখন, এই শর্টকাট কনসোল বন্ধ)

                                          -------- সমাপ্তি --------

নিয়মিত টেক সলিউশন পেতে ‍ আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউবে ;- আমাদের চ্যানেলে ভিজিট করুন

আমাদের ফেচবুক: - The Rifat





No comments

Powered by Blogger.